কালিহাতী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীতে বালু উত্তোলনের অবৈধ বাংলা ড্রেজার মেশিন, পাইপ ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(২৫ নভেম্বর) বিকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম বাংলা ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ও বালু উত্তোলনের পাইপ ভেঙ্গে ধংস ও একটি বাংলা ড্রেজার জব্দ করা হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার অবৈধ মালামাল ধংস করা হয়েছে এবং একটি বাংলা ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সরকার দলীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে স্থানীয় বালু ব্যবসায়ীরা অবৈধভাবে পৌলী নদী থেকে বাংলা ড্রেজার বসিয়ে ও বেকু দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে অধিকাংশ ড্রেজার ও বেকুর মালিক তাদের বালু উত্তোলনের মালামাল আগেই সরিয়ে নেয়।