বিটেক সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ৩ শিক্ষার্থীকে ভাড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে যাত্রীবাহী বাসের সুপারভাইজার লাঞ্ছিত করায় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ৩য় বারের মতো এ ঘটনা ঘটায় শিক্ষার্থীরা সড়কে নেমে বাসের চালক ও সুপারভাইজারকে আটকে রেখে বাস ভাংচুর করে।
জানা গেছে, বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহর থেকে সাগরদিঘীগামী ইমু-ইরা পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে ফেরার পথে সমাপনী বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, ২য় বর্ষের শিক্ষার্থী মো. মাশরেকুল হক শিহাব এবং মো. আক্তারুজ্জানের কাছে বাসের সুপারভাইজার নায্য ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন। শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তার সাথে শিক্ষার্থীদের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সুপারভাইজার তার সহযোগীদের নিয়ে ওই তিন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। শিক্ষার্থীরা বিষয়টি ক্যাম্পাসে সহপাঠীদের জানায়। বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। বাসটি ক্যাম্পাসের প্রধান ফটকে (মহাসড়ক) পৌঁছলে শিক্ষার্থীরা বাসের গতিরোধ করে বাসটিকে আটক করেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসের গ্লাস ভাংচুর করে। কিছুক্ষণ পর বিটেক প্রশাসনের হস্তক্ষেপে বাসচালক-হেলপার উদ্ভুত ঘটনার জন্যে ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শফিক নামের বাসের এক যাত্রী জানান, অতিরিক্ত ভাড়া চাওয়ায় শিক্ষার্থীরা তা দিতে না চাইলে বাস শ্রমিক তাদের সাথে দুর্ব্যবহার শুরু করে।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা মালিক সমিতির স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। ছাত্রদের কাছ থেকে অধিকাংশ সময় ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হয়। তাছাড়া শহর থেকে ক্যাম্পাসে যেতে চাইলে শিক্ষার্থীদের গাড়িতে উঠতেও বাধা দেয়া হয়।
বিটেক প্রশাসন জানায়, বিষয়টি টাঙ্গাইল বাস মালিক সমিতিকে জানানো হয়েছে। আধঘন্টা পর টাঙ্গাইল বাস মালিক সমিতির পক্ষ থেকে সদস্যরা ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে বাসটিকে ছেড়ে দেয়া হয়।