কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ওরফে হাসেম আলী মিয়া (৯০) আর নেই । রোববার(২২ মে) ভোরে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে লাকী আক্তার, নাতি-নাতনিসহ সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রোববার(২২ মে) বাদ যোহর পাইকড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পাইকড়া মধ্যপাড়া সম্মিলিত গোরস্থানে দাফন করা হয়।
এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শঙ্কর কুমার বিশ্বাস, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, পাইকড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন খান, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।