কালিহাতী প্রতিনিধিঃ
বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মতিউর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী বুধবার(৯ মার্চ)। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, কোরানখানি, কবর জিয়ারত, আলোচনাসভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী। মরহুমের ছেলে সাংবাদিক আনিছুর রহমান শেলী মৃত্যুবার্ষিকীতে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রকাশ, জাতির জনক বঙ্গবন্ধুর চেতনার ধারক আজীবন পরহেজগার মো. মতিউর রহমান প্রথম জীবনে জাতীয় শিক্ষা বোর্ডে চাকুরি করতেন, পরে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। স্থানীয় বুজুর্গ আব্বাস উদ্দিনের ছেলে ও ছাত্রলীগের সাবেক এ সদস্য বিগত ২০০২ সালের ৯ মার্চ ৪ ছেলে ও ২ মেয়েকে রেখে না ফেরার দেশে চলে যান।