ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে শুক্রবার(৪ ডিসেম্বর) সিএনজি চালিত অটোরিকশা, অটো টেম্পু স্টেশন উদ্বোধন করা হয়েছে।
রতনগঞ্জ শাখার সভাপতি মো. আবু বকর সাঈদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আ. মজিদ, ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আলাউদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গাজি মাহমুদ, আ’লীগ নেতা মো. হাফেজ উদ্দিন, সিঙ্গাইর-বল্লা শাখার সভাপতি মো. শাহিন আলম, রতনগঞ্জ শাখার সাধারণ সম্পাদক লাট সওদাগর, জয়নাল আবেদীন, মো. সেলিম মিয়া, মো.রাজ্জাক আলী, মো. শফিকুল ইসলাম প্রমুখ।
রতনগঞ্জ বাজারে স্টেশন উদ্বোধনের ফলে রতনগঞ্জ, জোড়বাড়ি, ঘোনাবাড়ি, তেজপুর, গান্ধিনা, সোমজানিসহ পাশের সখীপুর উপজেলার ১০-১৫ টি গ্রামের মানুষ টাঙ্গাইল জেলা শহর ও উপ-শহর এলঙ্গায় যাতায়াতের সুযোগ উন্মুক্ত হল।
রতনগঞ্জ বাজার থেকে এলেঙ্গা ৪৫ টাকা ও রতনগঞ্জ বাজার থেকে টাঙ্গাইল শহরে ৬০ টাকা ভাড়া নির্ধারন করা হয়।