কামরুল হাসানঃ
ষষ্ঠ ও শেষধাপে শনিবার (৪ জুন) টাঙ্গাইলের কালিহাতীর ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীদের দিয়ে পাঠানো হয়েছে নির্বাচনী সরাঞ্জামাদি। এ উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রের মধ্যে ৭২টি কেন্দ্রই ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
উপজেলার যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে, দুর্গাপুর, সল্লা, দশকিয়া, নারান্দিয়া, সহদেবপুর, পাইকড়া, কোকডোহরা, বল্লা, গোহালিয়াবাড়ী, নাগবাড়ী। এসব ইউনিয়নের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৪ জন, রিটার্নিং অফিসার ৫ জন, প্রিজাইডিং অফিসার ৯২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫১৮ জনসহ বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের কয়েকটি টহল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। ভোট গ্রহণ নির্বিঘেœ সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে সম্ভাব্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে।