ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী খানকে যৌন হয়রানীর অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) কলেজের ব্যবস্থাপনা কমিটির এক সভায় তাকে বহিস্কার করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসে কলেজের এক হিন্দু ছাত্রীকে যৌন হয়রানী করেন এমন অভিযোগ উঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচার দাবিতে কলেজ ক্যাম্পাসে সভা সমাবেশ করে। পরে ছাত্রীর পিতা বাদি হয়ে গত ১৬ আগষ্ট রাতে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি জেলহাজতে রয়েছেন। এছাড়াও ওই শিক্ষককের বিরুদ্ধে এর আগেও কলেজের ছাত্রীদের একাধিকবার যৌন হয়রানীর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাসার উদ্দিন জানান, একজন অসৎ, চরিত্রহীন ব্যক্তি কখনো শিক্ষক হতে পারে না। যৌন হয়রানীর অভিযোগ উঠায় তাকে বহিস্কার করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, তার বিরুদ্ধে একাধিকবার যৌন হয়রানীর অভিযোগ উঠে। প্রভাব খাটিয়ে প্রতিবারেই তিনি রক্ষা পেয়েছেন। পরিচালনা পর্ষদের সভায় সর্বসস্মতিক্রমে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।