বান্ধবীর মুঠোফোন নম্বর না দেওয়ায় এক ছাত্রীকে মারধর করেছেন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই ছাত্রী ও তাঁদের পরিবার।
মারধরের শিকার ছাত্রী জানান, ছাত্রলীগের কর্মী আবদুর রহিম তাঁর এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবদুর রহিম তাঁকে মুঠোফোনে উত্ত্যক্ত করা শুরু করেন। একপর্যায়ে তাঁর বান্ধবী মুঠোফোন নম্বর পরিবর্তন করে ফেলেন। এরপর আবদুর রহিম সেই নতুন নম্বরটি পেতে মরিয়া হয়ে ওঠেন।
ছাত্রীটি জানান, গত বৃহস্পতিবার তিনি ক্যাম্পাসে গেলে আবদুর রহিম তাঁর পথরোধ করেন এবং তাঁর বান্ধবীর নতুন মুঠোফোন নম্বর চান। তিনি নম্বর দিতে অস্বীকৃতি জানালে আবদুর রহিম তাঁকে চড়-থাপড় মারতে শুরু করেন। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, আবদুর রহিম ছাত্রলীগের রাজনীতি করায় কলেজে বেপরোয়াভাবে চলাফেরা করেন। এ কারণে ওই ছাত্রীকে প্রকাশ্যে মারধর করলেও প্রথমে কেউ এগিয়ে যাননি।