বুলবুল মল্লিকঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতায় আছি বলে বাড়াবাড়ি করার কোন সুযোগ নাই। যারা ক্ষমতার সুযোগ নিতে চান তারা এখনই সতর্ক হয়ে যান আর যারা রাজনীতিকে ভালবাসেন-জনগনের কল্যাণের কথা ভাবেন তারাই নেতা হবেন।
সরকারের উন্নয়নের নানাদিক তুলে ধরে তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নেতৃত্ব রয়েছে বলেই জনগনের অর্থেই পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে। অনেকেই নানা ষড়যন্ত্র করেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্র নস্যাৎ করে পদ্মাসেতুর কাজ শুরু করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই দেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। টাঙ্গাইলে মেডিকেল কলেজ হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামীলীগ জনগনের রাজনীতি করে, হত্যার রাজনীতির ফাঁদে আওয়ামীলীগ কোনদিনই পা দেয়নি। দেশি-বিদেশি চক্রান্তকে মোকাবেলা করে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সব হত্যাকান্ডের বিচার হচ্ছে, যুদ্ধাপারধীদের বিচার হচ্ছে-রায়ও কার্যকর হচ্ছে, এটা একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হচ্ছে। তিনি বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদের হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। শনিবার(৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল ভাসানী হল মিলনায়তনে জেলা আওয়ামী সেচ্ছ্বাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী সেচ্ছ্বাসেবকলীগের আহ্বায়ক শামছুজ্জামান পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী সেচ্ছ্বাসেবকলীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, অনুপম শাজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইল পৌরসভঅর মেয়র জামিলুর রহমান মিরন। বিশেষ বক্তব্য রাখেন, আওয়ামী সেচ্ছ্বাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।