
সখীপুর ২১ মার্চ : টাঙ্গাইলের সখীপুর থানা কমিউনিটি পুলিশ করোনা ভাইরাস সচেতনতায় সভা করেছে। শনিবার (২১ মার্চ) সকালে সখীপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসমাউল হুসনা লিজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, থানার উপ-পরির্দশক বদিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।