ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
খালেদা জিয়ার বিরদ্ধে রাষ্ট্রদ্রেহীতার মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সভা করেছে জেলা কৃষকদল।
এ উপলক্ষে বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা কৃষকদলের সভাপতি শ্যামল হোড়-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম শাফলা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান জিন্না, আবুল কাসেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকসহ জেলা কৃষকদল ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।