গণবিপ্লব রিপোর্টঃ

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও ৩০ লাখ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হচ্ছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই মামলাটি দায়ের করছেন।
মামলায় বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় জনগনের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সুকৌশলে এবং ষড়যন্ত্রমূলকভাবে খালেদা জিয়া বলেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।’
তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টির বিষয়ে বলেন, ‘আজ বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
অন্যদিকে মামলার অপর আসামি গয়েশ্বর চন্দ্র রায় ২৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দিই আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে?’
তিনি আরও বলেন, ‘যারা পাকিস্তানের বেতন খেলো তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর যারা না খেয়ে পালিয়ে বেড়াল তারা হয়ে গেল রাজাকার।’
খালেদা জিয়ার এই বক্তব্য পরদিন দেশের সব জাতীয় দৈনিকে ফলাও করে প্রচার করা হয়। এটি দেখে বাদী অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন।