ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতিতে ছিটকে পড়ে দেশকে অস্থিতিশীল করতে বুদ্ধিজীবী, ব্লগার ও বিদেশি হত্যায় মেতে উঠেছেন। বিদেশে বসেও তিনি(খালেদা জিয়া) বাংলাদেশ সম্পর্কে নানা কুৎসা রটাচ্ছেন-ষড়যন্ত্র করছেন। তিনি এসব অপকর্ম প্রতিহত করতে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের সব সময় জাগ্রত থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে বগুড়া যাবার সময় টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবীলীগের সভাপতি রায়হান কবির রানা সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।