গণবিপ্লব রিপোর্টঃ
খালেদা জিয়া বাংলাদেশে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। পেট্রোল বোমা মেরে জনগনের ভালবাসা ও বিশ্বাস অর্জন করা যায় না। তিনি হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। সোমবার টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবস কথা বলেন।
তারা আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বিদেশে কয়েকবার পুরস্কার পেয়েছেন, পুরস্কার পাওয়ায় বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুলর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামানিক। বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদস্য মির্জা আনোয়ার হোসেন বাবু, শহিদুর রহমান শহিদ প্রমুখ।
সভায় আলমগীর হোসেন খোকাকে আহ্বায়ক, ফাহমিদা আহম্মেদ তিথি, মীর আসিফ মাসুদ ও মোহাম্মদ সোলেমানকে যুগ্ম-আহ্বায়ক করে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।