গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারের রচনা প্রতিযোগিতায় কালিহাতীর লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের তিন ছাত্রী বিজয়ী হয়েছেন। এরমধ্যে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সোনিয়া আক্তার যুগ্মভাবে প্রথম এবং বিজ্ঞান বিভাগের ইশরাত জাহান মুক্তি দ্বিতীয় ও একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মীম শিফা তৃতীয় হয়েছেন। গত ২০১৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
২২ মার্চ(মঙ্গলবার) টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্যপ্রযুক্তি ) মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন।
কলেজের ছাত্রীদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন, কলেজ পরিচালনা পর্ষদের আহ্বায়ক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলী, অধ্যক্ষ ফজলুল হক।