কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীরা ইচ্ছের বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু সেশন ফি’র নামে টাকার বিনিময়ে নিতে হয়েছে বিনামূল্যের বই।
গত ৭ জানুয়ারি টাঙ্গাইলের জনপ্রিয় গণবিপ্লব, রেডটাইমস বিডি, টাইমনিউজবিডি ও ভোরেরবার্তার অনলাইন ভার্সনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছের বিরুদ্ধে ভোকেশনালে ভর্তির চাপসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে প্রধান শিক্ষক নাজমুল করিমের বিরুদ্ধে । ক্ষোভ প্রকাশ করেন এলাকার সচেতন মহল। ফলে শফিকুল ও তার সহপাঠীরা নবম শ্রেণিতে নিজেরদের ইচ্ছেমত বিষয়ে ভর্তি হতে পেরেছেন। মঙ্গলবার(১২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল। এর আগে শফিকুলসহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে নাজমুল করিম তাদের ইচ্ছার বিরুদ্ধে ভোকেশনালে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন। ভর্তি না হলে টিসি দেয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
এদিকে, ভর্তি হওয়ার পর বিনামূল্যের বই প্রদানে তাদের কাছ থেকে সেশন ফি’র নামে টাকা দিতে হয়েছে।
এ বিষয়ে শফিকুল জানান, তিনি তিন শ’ টাকা বাকি রেখে ছয়শ’ টাকা জমা দিয়ে বই নিয়েছেন। অন্যরা দিয়েছেন নয় শ’ টাকা করে।