গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের জনপ্রিয় সাপ্তাহিক গণবিপ্লব অনলাইন সংস্করণে ‘টাঙ্গাইল মেডিকেলে মানবতা ডুকরে কাঁদছে! কর্তারা উদাসীন‘ এই শিরোনামে সংবাদ প্রকাশ হলে মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক, সাবেক মন্ত্রী জননেতা আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষনিক তার নির্দেশে অগ্নিদগ্ধ অজ্ঞাত লোকটিকে টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করান । তার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন জননেতা আবদুল লতিফ সিদ্দিকী।