
টাঙ্গাইল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ‘সাপ্তাহিক গণবিপ্লব’ এর অনলাইন সংস্করণে সোমবার (১ জুলাই) ‘টাঙ্গাইলে সরকারি জায়গা অবৈধ দখলের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবৈধভাবে সরকারি জায়গার সেই ঘরটি অপসারণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে সাব-রেজিস্ট্রার সংলগ্ন শিশু একাডেমীর জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করা মোটর ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল স্কুল নামে বিআরটিএ দালালদের বসার ঘরটি অপসারণ করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের এনডিসি মো. রোকনুজ জামান গণবিপ্লবকে ধন্যবাদ দিয়ে জানায়, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্যার’র নির্দেশে ঘটনাস্থলে যাই। সরকারি জায়গাটিতে অবৈধভাবে মোটর ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল স্কুল ঘর নির্মাণ করা ভুল হয়েছে বলে স্বীকার করে ৭ দিনের সময় চায়। পরে তারা নিজ উদ্যোগে ঘরটি অপসারণ করেন।
প্রসঙ্গত, সাব-রেজিস্ট্রার সংলগ্ন শিশু একাডেমীর জায়গাটিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে মোটর ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল স্কুল নামে বিআরটিএ দালালদের বসার ব্যবস্থা করেন এমন অভিযোগ পাওয়া যায় বিআরটিএ এর সহকারি পরিচালক (এডি) আবু নাঈমের বিরুদ্ধে। তবে তার (আবু নাঈম) অভিযোগ অস্বীকার করে গণবিপ্লবকে জানান, জায়গা সম্পর্কে আমি জানি না, তবে একটি অফিস করা হয়েছে। এর সাথে তিনি (আবু নাঈম) সম্পৃক্ত আছেন কিনা জানতে চাইলে তার সামনেই বসে থাকা বিআরটিএ এর প্রভাবশালী দালাল ফারুক ও মাসুদকে দেখিয়ে বলেন, এটা ওদের অফিস।