দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকায় সংবাদ প্রকাশের পর লাউহাটী আরফান ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকায় ‘লাউহাটী আরফান ডিগ্রী কলেজ থমকে গেছে!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে কলেজের বর্তমান অবস্থা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশ হওয়ার দুই দিনের মধ্যেই কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার কথা জানান। পরে এ বিষয়ে একটি সভার মাধ্যমে গত ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষার রুটিন সূত্রে জানাগেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নারায়ন চন্দ্র দে জানান, খুব শিঘ্রই কলেজটি আগের অবস্থায় ফিরে আসবে।