ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন, নবাগত উপজেলঅ নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের(সামু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন প্রক্তন ব্যাংকার এসএম শামছুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসার একেএম শামছুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই গানে গানে মঞ্চ মাতান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। তার গানের তালে তালে নাচতে থাকেন বিশেষ অতিথি, শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ।