গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রকিবুল হক ছানাকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) বিকালে স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার সর্বস্তরের জনগণের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সংবর্ধিত গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান তুলা, সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আব্দুল জব্বার সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আশরাফুজ্জামান আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ, ছাত্রলীগ গোপালপুর কলেজ শাখার সভাপতি নূর নবী সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।