গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আবাবীল শিল্পী গোষ্ঠি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার বিকালে পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শহরের কোনাবাড়ি গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ইমদাদুল্লাহ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল মাকতাবাতুল মদীনাহ্ প্রি-ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শহীদুলাহ্ মুনির।
ইসলামী সংগীত পরিবেশন করেন, আবাবীল শিল্পী গোষ্ঠির পরিচালক এইচএম সাইফুল্লাহ আল মাহদী, সংগীত পরিচালক জহির মাহমুদ, সাহিত্য পরিচালক আবুবকর সিদ্দিক আল কাউসার, সহকারি পরিচালক হাফেজ শরীফ মাহমুদ, সহকারি সংগীত পরিচালক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবুবকর সিদ্দিকসহ উজ্জীবন শিল্পী গোষ্ঠি, দাবানল শিল্পী গোষ্ঠির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উজ্জীবন শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠতা পরিচালক মুফতি হাবিবুলাহ্। স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম ‘দৈনিক গোপালপুরের সংবাদ’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল।