গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে আয়নাল হক (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ বৃহস্পতিবার(২৬ মে) সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়নাল উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোতআতাউল্লাহ দক্ষিণপাড়া গ্রামের দারোগ আলীর ছেলে।
নিহত আয়নালের স্ত্রী লিপি খাতুন জানায়, মোবাইল টাওয়ার নির্মাণে রাজমিস্ত্রী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় তার স্বামী কাজ করতো। গত সপ্তাহে চট্টগ্রাম থেকে সে ঘর দেয়ার জন্য বাড়িতে আসে এবং ঘর মেরামতের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে। বুধবার(২৫ মে) রাত ৮টার দিকে আয়নাল পাশের দোকানে গিয়ে আর ফিরে আসেনি। রাতে দোকানে তাকে খুঁজতে গেলে দোকান বন্ধ দেখে লিপি খাতুন বাড়ি ফিরে আসেন।
এলাকাবাসী জানায়, গ্রামের ধান ক্ষেতের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় বৃহস্পতিবার(২৬ মে) ভোরে দুই মহিলা হাঁটার সময় একটি লাশ দেখতে পেরে ডাকচিৎকার করে। পরে গ্রামবাসী থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আব্দুল জলিল বলেন, গোপালপুর সার্কেলের এএসপি জমিরউদ্দীনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।