গোপালপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা মঙ্গলবার ২৩ আগস্ট বিকাল ৫টায় থানা ভবনে অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম)।
বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, এএসপি (গোপালপুর সার্কেল) মাছুদুর রহমান মনির, কমিউনিটি পুলিশিং ফোরাম উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবদুল জব্বার সরকার, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সূতী ভি এম পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ প্রমুখ।