গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ৩ ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) বিকালে খন্দকার মান্নান মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌর ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিএনপির সভাপতি নাজমা পারভীন, নব-গঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল হক সুমন প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে সাদ্দাম হোসেনকে সভাপতি ও রবিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি এবং আল-আমিনকে সভাপতি ও রায়হান মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হয়।