গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে কমিউনিটি পুলিশিং কমিটির সভা গত শনিবার (৭ নভেম্বর) থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(দক্ষিণ সার্কেল) আসলাম ইকবাল, সহকারি পুলিশ সুুপার (গোপালপুর সার্কেল) জমির উদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আনিছুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জিন্নাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা। সভা পরিচালনা করেন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।