এ কিউ রাসেল :
গোপালপুরের মির্জাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি সংগঠন ‘মাঝপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ আনন্দ মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জমান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হালিমুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল খালেক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান রাসেল, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, সাব্বির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।