এ কিউ রাসেলঃ
প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় নির্বাচিত সবজি চাষীর মাঝে মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে ৩৬০সেট সেক্স ফেরোমন ট্র্যাপ বিনামূল্যে বিতরণ করা হয়।
গোপালপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানিক ভাবে সবজি চাষিদের হাতে এসব সেক্স ফেরোমন ট্র্যাপ তুলে দেন। এসময় সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইব্রাহিম মিঞা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল মালেক, মো. আবু কায়সার রাসেল, সবজি চাষি মো. মোবারক হোসেন, মো. শাহীনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ২০জন ক্ষুদ্র ও প্রান্তিক সবজি চাষীকে প্রতিটি ৫০শতক সবজি প্লটের কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনের জন্য মোট ৩৬০সেট তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, সেক্স ফেরোমন ট্র্যাপ বা জৈব পদ্ধতিতে পোকা দমন করে উৎপাদিত এসব ফসলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার না হওয়ায়, ভোক্তাদের নিকট এসব জমিতে উৎপাদিত সবজির আলাদা কদর তৈরি হচ্ছে।