একিউ রাসেলঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসনিাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবিতে গত ২২ আগস্ট(শনিবার) দুপুরে গোপালপুর শহর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গোপালপুর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী যুবলীগ নেতা এনামুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ, গোপালপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নূরনবী সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তারিক হাসান আবির, আয়নাল হকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।