এ কিউ রাসেল :
টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কবির হোসেনের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিলটি হেমনগর কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লাভলু তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সদস্য মো. লাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রহমান বিমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য সোহানুর রহমান সোহান প্রমুখ। বক্তারা, অবিলম্বে কবির হোসেনের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।