এ কিউ রাসেল:
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), টাঙ্গাইলের গোপালপুর শাখার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর অংশ গ্রহনে ‘আইনের শাসনের অভাবই দুর্নীতির বিস্তারের মূল কারণ’ এবং ‘দেশ প্রেম ও স্বাধীনতার চেতনা বোধের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে’ বিষয়ক বির্তক প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গোপালপুর দারুল উলুম কামিল মাদরসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক সমর কুমার ঝাঁ। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বিথী, সহকারি শিক্ষা অফিসার অনামিকা খন্দকার, দুপ্রক উপজেলা শাখার সভাপতি মো. আবদুল লতিফ, সম্পাদক হাজী শামছুল হক, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী প্রমুখ।