এ কিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুরে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ত্রাণ শাখার) আয়োজনে মঙ্গলবার(১০ মে) দুপুরে উপজেলার ৪১টি দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু দুস্থদের মাঝে এসব টিন ও চেক তুলে দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান মহিলা মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশ, গোপালপুর উপজেলার ৪১টি দুস্থ পরিবারের মাঝে মোট ৫৮বান্ডিল ঢেউটিন ও বান্ডিল প্রতি ৩হাজার টাকার চেক প্রদান করা হয়।