একিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূনর্বহাল, বেতন-ভাতা বিলে ইউএনও’র স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে সারা দেশের ন্যায় উপজেলা পেশাজীবী সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
গোপালপুর উপজেলা পেশাজীবী সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. একেএম মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. মনিরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা মানববন্ধনে অংশ গ্রহন করেন।