গোপালপুর প্রতিনিধিঃ
গোপালপুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মাসূমুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। কর্মশালায় ১৪ জন প্রিজাইডিং অফিসার, ১১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২২১ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।