গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রকিবুল হক ছানাকে ফুল দিয়ে বরণ করে নিলেন পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা। রোববার(৩ জানুয়ারি) দুপুরে পৌরশহরস্থ মেয়রের নিজ বাসভবনে পৌরসভায় কর্মরত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারির একটি দল তাকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নব-নির্বাচিত মেয়র ও কর্মকর্তা-কর্মচারিরা পৌরসভার উন্নয়ন ও পৌরবাসির আশানুরুপ সেবা প্রদানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবহন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার মো. মাছুদুল আলম মাছুম সরকার, গোপালপুর কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, ব্যবসায়ী মো. সবুজ, গোপালপুর পৌরসভার সহকারি প্রকৌশলী নিহার রঞ্জণ সাহা, কর নির্ধারক রঞ্জিত কুমার ঘোষ, হিসাব রক্ষক মো. মনিরুজ্জামান, টিকাদান সুপারভাইজার আব্দুর রশিদ, কসাইখানা পরিদর্শক ইকবাল হোসেন, সহকারি এসেসর আব্দুল হামিদ, সড়ক বাতি পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, বিদ্যুৎ লাইনম্যান মো. সহিদুল ইসলাম, কার্যসহকারি মো. জাহিদুল ইসলাম, পাম্প চালক মো. মোকাদ্দেস আলী, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, মো. ফজলুল হক প্রমুখ।