গোপালপুর প্রতিনিধিঃ
‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’ প্রতিপাদ্যে পরিবার পরিকল্পনা, মা-শিশু, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং গত ৩ নভেম্বর(মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. তানিয়া পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, সহকারি পরিবার পরিকল্পর্না কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা বিনতা কর্মকার প্রমুখ।