একিউ রাসেলঃ

টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে উপজেলা আওয়ামী যুবলীগ প্রস্তুতি কমিটির সদস্য ও হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. আবদুল লতিফ মন্ডলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই মো. আসাদুজ্জামান সোহেল জানান, উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও ভোলারপাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আবদুল লতিফ মন্ডল (৪৭) সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। বেলা গড়িয়ে গেলে আশপাশের লোকজন বাড়ির পাশের একটি ডোবায় তার দেহ ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে দুপুর দেড়টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের দাবি, আবদুল লতিফ উচ্চ রক্তচাপে ভূগছিলেন। বাড়ির পাশের ডোবার কাছ দিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি মা, স্ত্রী ও দু’কন্যা রেখে গেছেন। ওইদিন বাদ আসর ভোলারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।