গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় প্রতিপক্ষের হামলায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল ও আওয়ামীলীগের প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুম আহত হওয়ার ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এ নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল জানান, রোববার(২০ ডিসেম্বর) বিকালে শহরের পালপাড়া ঈদগাঁ মাঠে তাদের সমাবেশ চলছিল। বিকাল ৫ টারদিকে একদল যুবক নৌকা মার্কার স্লোগান দিয়ে ওই সমাবেশে হামলা চালায়। হামলাকারীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে তিনি সহ ৪ জন আহত হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামীলঅগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নৌকার প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী কর্মী এবং সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুমের উপর কোনাবাড়ি বাজারে হামলা চালায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেলসহ বিএনপির ৪-৫জন কর্মী রয়েছে। ওই হামলার প্রতিবাদে সোমবার(২১ ডিসেম্বর) বিকালে পুরাতন পৌর ভবনের সামনে নৌকার সমর্থকরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।