
গোপালপুর ২১ মার্চ : টাঙ্গাইলের গোপালপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে জনসম্মুখে চলাফেরা করায় বাহরাইন ফেরত প্রবাসী রাহাতকে (৪০) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন।
দন্ডপ্রাপ্ত রাহাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মান্দিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।
জানা যায়, গত ৮মার্চ সে বাহরাইন থেকে দেশে ফিরেই গ্রামের বাড়ি চলে আসেন। পরে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু তিনি সেটা না মেনে জনসন্মুখে ঘোরাফেরা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। এ সময় অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।