এ কিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গান্দাইল ডাকুরি গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে বুধবার(২৯ জুন) রাতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গান্দাইল ডাকুরি গ্রামের প্রয়াত হাফিজের কলেজ পড়–য়া মেধাবি ছাত্র মারুফ হাসান (২২) একই গ্রামের একটি মেয়ের প্রেমে পড়ে। বুধবার ওই মেয়েটি তার প্রেম প্রস্তাব প্রত্যাখান করলে ক্ষোভে অভিমানে রাত নয়টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ বৃহস্পতিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।