গোপালপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু শনিবার (১৫ জুলাই) যমুনার ভাঙন কবলিত চরাঞ্চল রামাইল, শুশুয়া, তালতলাসহ বিভিন্ন এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও বন্যার্ত ৫শত পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, লবন, দিয়াশলাই ও মোমবাতি।
ত্রাণ বিতরণ শেষে অর্জুনা ইউনিয়নের তালতলা মাদরাসা মাঠে এবং শুশুয়া গোবিন্দপুর স্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে অর্জূনা ইউনিয়নের তালতলা গ্রামের নুরানীয়া মাদরাসায় নগদ ১০হাজার টাকা ও বন্যায় ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে ২০হাজার টাকা এবং ২০টি টিউবওয়েল, শুশুয়া গ্রামে ৩০টি টিউবওয়েল, গোবিন্দপুরে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আওয়ামী লীগ অফিস নির্মাণের প্রতিশ্রুতি দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে তার সাথে ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, লাভলু তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়নাল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, শাখারিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক সোমেশ খান, ভরুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক হাবেল, অর্জুনা ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী রনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।