গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে যমুনার ভাঙন কবলিত ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও বন্যার্ত ১২শত পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী ও ৫০টি টিউবয়েল বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, লবন, দিয়াশলাই, মোমবাতি ও টিউবয়েল।
এ উপলক্ষে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
বক্তব্য রাখেন, ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য লেবু মিয়া, আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী, সুরুজ্জামান মোল্লা, যুবলীগ নেতা আবদুস সাত্তার, ছানোয়ার হোসেন উজ্জল প্রমুখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়নাল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, গাবসারা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মাছুদ রানা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলমত খান, সাধারণ সম্পাদক আলম সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মোহর মণ্ডল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলিফ, সাধারণ সম্পাদক মো. আরিফ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবা ঠাকুর, সাধারণ সম্পাদক জহের আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মুন্সি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক আলিম মণ্ডল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।