গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিনে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক বাদ পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার(৫ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। তিনি গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জানা যায়, শনিবার(৫ ডিসেম্বর) নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নিশ্চিত হয়ে মো. এনামুল হক শনিবার বিকালে বাড়ি ফিরেন। বাড়ি আসার পর বিকাল সোয়া ৫ টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।