গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে ভোটারদের ভয়-ভীতি ও এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোপালপুর বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন করে করে তিনি এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার পোলিংএজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। যারা আগে ঢুকেছিল তাদেরও বের করে দেয়া হয়েছে। এমনকি ভোটারদেরও ভয়ভীতি দেখাচ্ছে সরকার দলের লোকজন। সে কারণেই তিনি এ ভোট গ্রহনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নির্বাচন করছেন রফিকুল হক সানা। লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্বাস আলীও মেয়র পদে অংশ নিচ্ছেন। এ পৌরসভার ৯ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ ১৮হাজার ৪৯ ও মহিলা ১৮হাজার ৩০০ জন।