গোপালপুর ৮ মার্চ : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের শতাধিক পরিবার ব্রিজ রাস্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আজগড়া (নয়াপাড়া) গ্রামটি অনেক বছর যাবৎ অবহেলিত। সারাদেশের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন হলেও এই এলাকাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের মাঝখানে একটি খাল রয়েছে। খালের বেশ কিছু অংশ প্রভাবশালীরা দখল করে বাড়িঘর ও মাঝে মাঝে বাধ দিয়ে পুকুর করে রেখেছে। খালটি উত্তর-দক্ষিণমুখী হওয়ায় পূর্ব এবং পশ্চিম পাড়ে একটি রাস্তা অনেক দিন আগে থেকেই জনগণ চলাচল করে আসছে। খালটির পশ্চিম পাশের পাকা রাস্তার সাথে এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পায়ে হাঁটার সরু রাস্তা ও বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে এলাকাবাসীকে চলাচল করতে হয়। প্রতিবছর বন্যার কারণে রাস্তায় পানি ওঠে এবং কাদা মাটির কারণে জনগণের পায়ে হেঁটে চলাচল খুবই কষ্ট হয়। ওই গ্রামের সরু কাঁচা রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ছাপড়া মসজিদ রয়েছে। রাস্তা ও ব্রিজ না থাকার কারণে নামাজ পড়তে যাতায়াত করা মুসল্লিদের ভোগান্তির শেষ নেই। একটু বৃষ্টি হলেই কাদা সহ নানা প্রকার সমস্যা হয় এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
২ নং হাদিরা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম সংসদ সদস্য ও চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে গণবিপ্লবকে বলেন, অনেক বছর যাবৎ এই গ্রামবাসী ব্রিজ ও রাস্তা না থাকার কারণে চরম ভোগান্তিতে রয়েছে। ওই এলাকার বাসিন্দা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মো. ইব্রাহিম খলিল গণবিপ্লবকে বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে ছেলে মেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়। কেউ অসুস্থ হলে হাসপাতলে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কেউ মারা গেলে লাশ কবরস্থানে নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয়।
ব্যবসায়ী মো. আসাদুল হক মাসুম গণবিপ্লবকে বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে আমাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই এলাকার বাসিন্দা বেলাল হোসেন, জামাল মিয়া ও হাবিবুর রহমানের সাথে গণবিপ্লবের কথা হয়। তারা গণবিপ্লবকে বলেন রাস্তা করার জন্য যদি জমি প্রয়োজন হয়, তবে আমরা সে জমি দিতেও রাজি আছি। আমরা চাই এলাকায় একটি ব্রিজ ও রাস্তার মাধ্যমে আমাদের এই গ্রামের মানুষকে যেন এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়।