এ কিউ রাসেল :

টাঙ্গাইলের গোপালপুরে বুধবার ২৪ আগস্ট ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল আলম এ সাজা দেন।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল বুধবার ২৪ আগস্ট উপজেলা মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের খন্দকার লুৎফর রহমানের মাদক ব্যবসায়ি পুত্র খন্দকার মেহেদি (৪৫) কে নিজ বসত ঘর ২শত ২০গ্রাম গাঁজাসহ আট করে অপর দিকে পৌরশহরের সূতী দিঘুলিপাড়া গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ি নূর জাহান (২৫) কে নিজ ঘর হতে বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত ২শত গ্রাম গাঁজাসহ আটক করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল আলম ওইদিনই দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোবাইল কোর্ট আইনে মাদক ব্যবসায়ি খন্দকার মেহেদিকে ২বছর ও নূর জাহানকে ৭মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।