গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) মাদক বিরোধি সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী’র সভাপতিত্বে থানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর-মেয়র মো. রকিবুল হক ছানা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের সঞ্চালনায় মাদক বিরোধী আন্দোলনের স্বপক্ষে আলোচনা করেন, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান, পরিবেশ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর থানা শাখার সদস্য মো. শাহজাহান খান, কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর থানা শাখার সম্পাদক সম্পাদক মো. আব্দুল জব্বার, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই মো. হেলাল উদ্দিন প্রমুখ।
সভা শেষে থানা পুলিশ ও উপজেলা পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মাদক বিরোধী এক র্যালি বের করা হয়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে র্যালিটি থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।