গোপালপুর প্রতিনিধিঃ
গোপালপুর উপজেলায় কর্মরত মিডিয়া কর্মীদের সাথে মঙ্গলবার(২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুমুর রহমান মত বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমা আশরাফী, নির্বাচন অফিসার শামসুল হুদা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার সহযোগিতা কামনা করেন।