
বঙ্গবন্ধুর সহচর ও সাবেক এমপি হাতেম আলী তালুকদারের ভাতিজা, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন কমান্ডার মোঃ আব্দুল কাদের তালুকদারের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর প্রেসকাবের আয়োজনে বুধবার বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। প্রেসকাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী, সংবাদকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২৮ ডিসেম্বর গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।