গোপালপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুর-ঝাওয়াইল সড়কে নবগ্রাম পুলিশ চেকপোস্টের অদূরে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর মোটর সাইকেলের ধাক্কায় নীলকমল বর্মন (১৪)নামক এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত নীলকমল নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। নিহত নীলকমল বর্মন বাইশকাইল গোয়ালপাড়া গ্রামের বাচ্চু চন্দ্র বর্মন’র ছেলে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, নীলকমল এক বন্ধুকে নিয়ে গোপালপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ঘাতক মোটর সাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়।
নীলকমলকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।